প্রকৃতি এগ্রো & নাসারি ![]()
Prokrityagro.com
পার্সিমন চারা মাত্র ১৫০০ টাকা পিচ
জাপানিজ ফল কাকি/পাসিমন চারা আজকের সেল পোস্ট।
পার্সিমন। ইংরেজিতে Persimmon আর এর বৈজ্ঞানিক নাম Diospyros Kaki. এটি প্রধানত এশিয়া মহাদেশের ফল। জাপানে এর নাম Hoshigaki, চীনে Shibing, কোরিয়ায় Gotgam কিংবা Hangul এবং ভিয়েতনামে Hong kho নামে পরিচিত। ইসরাইলে এ ফলটিকে বলা হয় Sharon fruits. এটি সুস্বাদু , সুমিষ্ট, সুদৃশ্য এবং লোভনীয় একটি ফল। ফ্রিজে রেখে খেলে এর মিষ্টতা আরও বেড়ে যায়।
উচ্চ পুষ্টিমানে সমৃদ্ধ পার্সিমন ফলে প্রজাতিভেদে শর্করার পরিমাণ ১৯-৩৩%, হজমযোগ্য আঁশ ৪% ছাড়াও পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন, পটাশিয়াম বিদ্যমান। চর্বির পরিমাণ নিতান্তই কম। ফাইটোনিউট্রিয়েন্টস-এ ভরপুর ফলটি আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধ সহ বহু রোগ নিরাময়ে সহায়তা করে।[১] জাপানে ফলটি জাতীয় ফল হিসাবে স্বীকৃত।
উপকারী গুন:পার্সিমন অন্যতম উপযোগিতা হল ভিটামিন ‘সি’। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন “সি” তৈরি হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ভিটামিন “সি”। পার্সিমনে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস- আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে।
পার্সিমনে প্রচুর পরিমাণে শর্করা ও ভিটামিন থাকায় তা মানব দেহের জন্য বিশেষ উপকারী। এতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রির্যাডিকেলস থেকে রক্ষা করে। এছাড়াও আমাদেরকে সর্দি-কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।
ছাতনীসুইসগেট স্কুল মোড় স্টেশন বাজার নাটোর
মোবাইল ঃ০১৭৭৬৬৭০০১৫
আজকেই যোগাযোগ করুন আপনার কাঙ্খিত চারার জন্য।শতভাগ গ্যারান্টি সহকারে চারা সরবরাহ করা হয়।


See insights and ads
Boost post
All reactions:
3
2 comments
1 share
Like
Comment
Send
Share





